
স্পোর্টস ডেস্ক : জয়ে যেমন আনন্দে আত্মহারা হয়ে গেছেন তেমনই দলের খারাপ সময়ে সৈনিকের মত পাশে থেকেছেন। এবার ইডেনে টানা তিনটে ম্যাচে এলেন বাদশাহ। গত কয়েকবছরে বাদশাহকে খুব কম কেকেআর ম্যাচে দেখা যেত। গত দুই ম্যাচের মত এদিন অবশ্য জিততে পারেনি নাইটরা। ২২৩ রান হাতে নিয়েও জস বাটলারের ইনিংসের কাছে হার। আর ম্যাচের পরে গোটা ড্রেসিংরুমে শোকের পরিবেশ। কিং খান গিয়ে পেপটক দিলেন দলকে। সেটা নাইটদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়। শাহরুখ বললেন,’জীবন হোক আর খেলা, এমন দিন থাকে, যখন আমাদের হারার কথা নয়। আবার এমন দিনও থাকে, যখন আমাদের জেতার কথা নয়। আজ আমাদের হারার কথা ছিল না। আমরা সত্যিই ভালো খেলেছি। কেউ দুঃখ পেও না বা ভেঙে পড়ো না।অন্য সময় যে ভাবে ড্রেসিংরুমে আসি, আমরা যেমন তুঙ্গে থাকি, তেমনই যেন থাকতে পারি। আমাদের ভিতরে যে এনার্জি রয়েছে, সেটা ধরে রাখাই আসল। সবচেয়ে বড় কথা হল, মাঠে আমরা সর্বস্ব দিয়েছি। জিজি (গৌতম গম্ভীর) তুমি ভেঙে পড়ো না। আমরা ঠিক ফিরে আসব। ভগবান হয়তো আগে থেকেই এই ফলাফল ঠিক করে রেখেছিল।’