
ওঙ্কার ডেস্ক : শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। আনন্দপুর থানা এলাকার চৌবাগায় একটি কারখানায় আগুন লাগে রবিবার বিকালে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। এরইমধ্যে প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়ির দোতলা থেকে ঝাঁপ দেন এক যুবক। গুরুতর আহত হন তিনি। পশ্চিম চৌবাগার এই ঘটনা স্টিফেন কোর্টের স্মৃতি ফিরিয়ে দিল রথের বিকালে। রবিবার বিকেল ৫ টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের ৯ টি ইঞ্জিন। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে। দমকলে ৯টি ইঞ্জিনে চেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। কি ভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।