
মিহিকা শ্রীমাণী, কলকাতা : কলকাতা আন্তর্জাতিক বইমেলা মানেই নতুন উঠতি প্রকাশকদের ভিড়। আর এই ভিড়েই এবছর নজর কেড়েছে দুটি বছর কুড়ির কন্যা। সম্পর্কে এরা দম্পতি। প্রকাশ হয়েছে তাঁদের নিজের বইও, নাম – towards the hell.
কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলার কথা উঠলেই প্রথমেই যেটা মাথায় আসে – কয়েকশ প্রকাশকদের ভিড়। তার মধ্যে অন্যতম আকর্ষণ মাঝারি এবং ছোট প্রকাশনা। এদের অনেকেরই নিজস্ব প্রেস নেই। তবে বহু বাধা পেরিয়েও তাঁরা বই প্রকাশ করে চলেছেন। এরকমই একটি ছোট্ট প্রকাশনী সংস্থা সাহিত্য সহবাস। বইমেলায় তাঁদের দ্বিতীয় বছর। প্রকাশক – দুটি বছর কুড়ির মেয়ে যাঁরা একে ওপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কয়েক মাস আগে। প্রকাশনার কর্ণধার কাব্যিকা সাহা জানান, গত বছর তাঁরা স্টল না পেয়েও বিক্রি করেছেন ২৫-৩০ হাজার টাকার বই। এবছর স্টল পেয়েছেন। বিক্রিও মন্দ না।
কাব্যিকার স্ত্রী মৌসুম জানান, গত বছর বইমেলাতে তাঁকে সেভাবে কেউ চিনত না। এ বছর প্রকাশকের স্ত্রী হিসেবে সবাই তাঁর খোঁজ করছেন। আর এই বিষয়টা বেশ উপভোগ করছেন তিনি।
মহানগরীর যেকোনো উৎসবেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় নেয় প্রেম। আর বইমেলা তো বইপ্রেমীদেরই উৎসব। সেই উৎসবে মানুষকে আরও আনন্দ দিতে হাজির ‘সাহিত্য সহবাস’।