
ওঙ্কার ডেস্ক : কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় চড়ছে রাজনীতির পারদ. শুক্রবার মৃতার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মৃতার মায়ের সঙ্গে কথা বলে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ.
অন্যদিকে, এদিন বিজেপি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের করা হয়. তাদের কথায়, শান্তিপ্রিয় এলাকায় এই নৃশংস ঘটনা মেনে নেওয়া যায় না. এই ঘটনায় যুক্ত দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন তারা. বিজেপি নেতারা আরও জানান, শনিবার কৃষ্ণনগরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী.
অপরদিকে, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণনগর পুলিশ সুপার অমরনাথ কে জানান, ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করতে গিয়ে প্লাস্টিক বোতলে কেরোসিন জাতীয় তরল পেয়েছেন বিশেষজ্ঞরা. সব নমুনা পরীক্ষা করার পর গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে জানান তিনি.