
সুরজিৎ দাশ, ওঙ্কার বাংলা: পেটের টানে প্রতিদিন তালা চাবি নিয়ে বসেন ফুটপাতে। কারোর নতুন চাবি তৈরী করে দেন, আবার কারোর তালা খারাপ হয়ে গেলে তা সারিয়ে দেন। কিন্তু ছোট থেকেই গান গাওয়ার নেশা আজও ছাড়েননি নদীয়ার আড়ংঘাটার সনাতন খান। কাজ করতে করতেই গেয়ে ওঠেন মহম্মদ রফির গান।
ফুটপাতেই নিজের কর্মস্থলেই সাজিয়ে রেখে দিয়েছেন মহম্মদ রফি ও লতা মঙ্গেশকরের ছবি। হাতে চাবি নিয়ে নিজের খেয়ালে যখন গান গেয়ে চলেন সনাতন। তা শুনে থমকে দাঁড়ান পথচলতি মানুষজন। ঠিক কতদিন ধরে তিনি গান গাইছেন? এই প্রশ্নের উত্তরে সনাতন জানান ছোট থেকেই তিনি গান ভালবাসেন।
সনাতন জানান, ফুটপাথে তার অস্থায়ী দোকানে রানাঘাট সহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। এমন কি কলকাতা থেকেও চাবি খোলার জন্য ডাক পান তিনি। নিজের দক্ষতায় সুনিপুণভাবে খুলে দেন বন্ধ হয়ে যাওয়া সিন্দুক ও আলমারির তালা।