
রূপম চট্টোপাধ্যায় : মানুষের ভোটে এক দলের হয়ে জিতে পরে অন্য দলে চলে যাওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। পশ্চিমবঙ্গ, গোয়া, মনিপুর, মহারাষ্ট্র দেশ জুড়ে এই ঘটনা ক্রমশ বেড়ে চলায় উদ্বিগ্ন ভোটারদের একাংশ । তাই অষ্টাদশ লোকসভা নির্বাচনের আবহে এই অবাঞ্ছিত ঘটনার বিরুদ্ধে অভিনব প্রচার শুরু করেছে সামাজিক ও নাগরিক অধিকার আন্দোলনের সংগঠন গনউদ্যোগ ও গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি ( APDR) ।

তারা ভোটারদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন একটি অঙ্গিকার পত্র। এই নাগরিক সংগঠনের আবেদন, প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্টরা ভোট চাইতে এলে তাঁদের দিয়ে এই অঙ্গীকারপত্র স্বাক্ষর করিয়ে নিন। এতে লেখা আছে একদলের সিম্বলে জিতে, দল বদল করে অন্য দলে চলে গেলে ভোটাররা এই সেই প্রার্থীর নামে যে কোন পশুর নামকরণ করতে পারবে। এই অভিনব প্রচারে অস্বস্তিতে পড়েছে সব রাজনৈতিক দল। তবে নাগরিকদের তরফে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। শ্রীরামপুর ও হাওড়া লোক সভা কেন্দ্রে তিনশোর বেশি পরিবার জানিয়েছে, দলবদলের যে ঘৃণ্য প্রবনতা দেশ জুড়ে চলছে তার বিরুদ্ধে এই ধরনের প্রচারকে তারা দৃঢ়ভাবে সমর্থন করেছেন। তাঁদের বক্তব্য দলবদল আসলে ভোটারদের চূড়ান্ত অসম্মান করার সামিল। তাই দল বদল করতে হলে পদত্যাগ করে নতুন করে মানুষের রায় নিতে হবে। এই প্রচার মুর্শিদাবাদ জেলায় বিশেষ সাড়া ফেলেছে। সাগর দিঘী বিধান সভার বায়রন বিশ্বাস কংগ্রেস প্রার্থী হয়ে জিতে তৃণমূলে যোগদান করায় বহু ভোটারই চড়ম অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকী এই লোক সভা নির্বাচনের পরে আবারও যাতে এই ঘটনা না ঘটে , তাই ঘোড়া কেনা বেচা বন্ধ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অপর নাগরিক অধিকার সংগঠন ” ফোরাম ফর সিভিল লিবার্টি