
সোমনাথ মুখোপাধ্যায়ঃ সোমবার চতুর্থ দফায় লোকসভা ভোট। ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৬টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮ টি আসনে। এছাড়া বিহারের ৫টি আসনে, উড়িষ্যা ও ঝাড়খন্ডে চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হবে। ভাগ্যপরীক্ষা হবে ১,৭১৭ জন প্রার্থীর।
পশ্চিমবঙ্গের যে ৮ আসনে ভোট হবে সেগুলো হলো- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর।
অন্ধ্রপ্রদেশ ২৫ টি আসনে ভোটগ্রহণ হবে সোমবার। এর মধ্যে রয়েছে আমলাপুরম, আনাকাপল্লে, অনন্তপুর, আরাকু, বাপটলা, চিত্তুর, এলুরু, গুন্টুর, হিন্দুপুর, কাদাপা, কাকিনদা, কুরনুল, মাছিলিপত্তনম, নান্দিয়াল, নরসারোপেট, নরসাপুরম, রাজামপেট, শ্রীকাকুলাম, তিরুপতি, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এবং ভিজিয়ানগরম।
পাঁচটি আসনে ভোট হবে বিহারে। বেগুসরাই, দারভাঙ্গা, মুঙ্গের, সমস্তিপুর এবং উজিয়ারপুর আসনে হবে ভোট।
মধ্যপ্রদেশে ২৯ টি আসনের মধ্যে মাত্র আটটি আসনে নির্বাচন হবে। দেওয়াস, ধর, ইন্দোর, খান্ডওয়া, খারগোন, মন্দসুর, রতলাম এবং উজ্জয়িনিতে।
ঝাড়খণ্ড খুন্তি, লোহারদাগা, পলামু এবং সিংভূমে সোমবার ভোটগ্রহণ হবে।
মহারাষ্ট্রের ৪৮ টি লোকসভা আসনের মধ্যে ১১ টি আসনে চতুর্থ দফায় নির্বাচন হবে। এর মধ্যে রয়েছে আহমেদনগর, ঔরঙ্গাবাদ, বিড, জলগাঁও, মাভাল, নন্দুরবার, পুণে, রাভার, শিরডি এবং শিরুর।
ওড়িশার বেরহামপুর, কালাহান্ডি, কোরাপুট এবং নবরঙ্গপুরে ভোটগ্রহণ।
উত্তরপ্রদেশে মোট ১৩ টি আসনে ভোট হবে। সেগুলি হল আকবরপুর, বারাইচ, ধৌরাহরা, ইটাওয়া, ফারুখাবাদ, হারদোই, কনৌজ, কানপুর, খেরি, মিসরিখ, সীতাপুর, শাহজাহানপুর এবং উন্নাও।
তেলেঙ্গানার ১৭ টি আসনে চতুর্থ দফার নির্বাচন হবে। এগুলি হল, আদিলাবাদ, ভঙ্গির, চেভেল্লা, হায়দ্রাবাদ, করিমনগর, খাম্মাম, মাহাবুবাবাদ, মাহবুবনগর, মালকাজগিরি, মেদক, নাগারকুরনুল, নালগোন্ডা, নিজামবাদ, পেদ্দাপাল্লে, সেকেন্দ্রাবাদ, ওয়ারাঙ্গল এবং জাহিরবাদ।
এরমধ্যে কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। সেই তালিকায় রয়েছেন, মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরী, বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, বেগুসরাইতে গিরিরাজ সিং, কনৌজে অখিলেশ যাদব, হায়দ্রাবাদে ওয়াইসি। আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা এবং বীরভূম থেকে শতাব্দী রায়।
বাংলায় এই ৮টি আসনের মধ্যে ২০১৯ সালে তৃণমূল জিতেছিল চারটি আসনে ও তিনটিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল একটি আসন। পরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের তিন দফার ভোটে মোট ২৮৩টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর পঞ্চম দফার ভোট হবে আগামী ২০ মে। ষষ্ঠ ও সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ২৫ মে ও ১ জুন। ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।