
প্রদীপ মাইতি, পাঁশকুড়াঃ ঘাটালের মানুষ তৃণমূলের পাশে আছে, তাই এবার ও তৃণমূল জিতবে, প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।
ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব কে প্রার্থী করেছে তৃণমূল। আরও নিজের প্রচারে ঝড় তুলতে ময়দানে নেমেছে দেব সয়ং। পশ্চিম পাঁশকুড়া বিধানসভার রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন তৃণমূল প্রার্থী। রঘুনাথবাড়ির জোড়াপুকুর থেকে পদযাত্রা করে রঘুনাথবাড়ির ঠাকুরবাড়িতে পূজা দেন। সেখান থেকে চাইপুর একটি চা চক্রে যোগ দেন। কর্মীদের বৈঠক করেন দেব।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, মানুষের সাথে মিশতে ভালো লাগে, বাড়ি বাড়ি সারাদিন যাচ্ছি মানুষের সাথে কথা বলছি আশীর্বাদ চাইছি। ঘাটালের মানুষ তৃণমূলের পাশে আছে, তাই এবার ও তৃণমূল জিতবে। ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার করেনি, রাজ্য সরকার বাস্তব রূপ দেব বলে দাবি করেন, তৃণমূল প্রার্থী দেব।