
জয়ন্ত সাহা, আসানসোল : শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর তার আগে আসানসোলের বিভিন্ন স্কুল চত্বর পরিষ্কার করতে দেখা গেল বিজেপি নেতা জিতেন্দ্র তিওযারির নেতৃত্বে গ্রিন ভলেন্টিয়ারের সদস্যদের।
আগামী ২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে বৃহস্পতিবার আসানসোলে দেখা গেল অন্যরকম এক ছবি। বিভিন্ন স্কুল চত্বর পরিষ্কার করতে দেখা গেল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে গ্রিন ভলেন্টিয়ার এর সদস্যদের। এ প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘ভারতের অপরিষ্কার শহরগুলির তালিকায় রয়েছে আসানসোল। এবার আসানসোল শহরকে সৌন্দার্যায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে গ্রীন ভলেন্টিয়াররা’। তিনি আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেসের নেতারা ফেসবুকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু পরীক্ষার্থীরা যাতে ভালো পরীক্ষা দিতে পারে, তার জন্য কোন কাজ করছেন না’।
আর এই নিয়ে শুরু হয়েছে রৈজনৈতিক তরজাও। আসানসোল পুরসভার পক্ষ থেকে এম এম আই সি গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, ‘সাফাইয়ের কাজ ঠিক সময়েই করছে পুরসভা। যদি গ্রীন আসানসোল ক্লিন আসানসোল করতে হয় তাহলে আজকের দিনটাই কেন? সারা বছর এই পরিষ্কারের কাজ করে দেখাক’। সস্তার রাজনীতি করার জন্য এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, এ বছর মাধ্যমিক পরীক্ষা দেবে ৬ লক্ষেরও বেশি পড়ুয়া. পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।