
সুনন্দা দত্ত, হুগলি : টেস্ট পরীক্ষায় পাশ করেনি তাও মাধ্যমিক পরীক্ষা দিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায় ছাত্র ! শুক্রবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষার প্রথম দিনেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। জানা যায়, উত্তরপাড়ার অমরেন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় পাশ করেনি ওই ছাত্র। তাই তার অ্যাডমিট কার্ডও হয়নি। অথচ, মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যায় সে। যে অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে গিয়ে সে দেখায় তাতে রোল নম্বরের জায়গায় কালি দেওয়া ছিল। ফলে, অ্যাডমিট চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের। এরপর স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুলে খবর দেয়। পর্ষদের দায়িত্বে থাকা আধিকারীকদেরও জানানো হয়। ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ে গিয়ে তারা ছাত্রের সঙ্গে কথা বলেন। এডমিট কার্ড পরীক্ষা করে দেখে তারা জানান ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপিঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় জানান, ওই ছাত্র স্কুলে নিয়মিত আসত না। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়নি সে. তার এডমিট কার্ডটাও আসল না। তাই ছাত্রটিকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
যদিও এই বিষয় চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারীক জানান, এই বিষয় স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি. অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে।