
প্রশান্ত দাস, মালদা : বাঁদনা পরব উপলক্ষ্যে উতসবের আমেজ মালদা থানার যাত্রাডাঙ্গা অঞ্চলে| কিন্তু, মুহূর্তেই সেই আনন্দ পাল্টে গেল ক্ষোভে| গ্রামে ঢুকে আদিবাসী মহিলাদের মারধরের অভিযোগ উঠল আবগারি দপ্তরের কর্মীদের বিরুদ্ধে।
জানা যায়, বাঁদনা পরবে আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেক বাড়িতে চোলাই মদ তৈরি করা হয়। তবে সেই হাড়িয়া ভাঙচুর করার জন্য আবগারি দপ্তরের কর্মীরা সাতটি গাড়ি নিয়ে বৃহস্পতিবার আচমকাই গ্রামে ঢুকে অত্যাচার চালাতে থাকে বলে অভিযোগ। ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে আবগারি দপ্তরের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে|
এ প্রসঙ্গে পুলিশ আধিকারিক জানান, অভিযোগ দায়ের হলে বিষয়টি খতিয়ে দেখা হবে| এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী| অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব তাঁরা|