
প্রশান্ত দাস, মালদা : বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভে পুলিশ-জনতার সংঘর্ষে তুলকালাম বেধেছিল মালদার মানিকচকে. এবার এই ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করলো পুলিশ. মালদহ জেলা আদালতে হাজির করলেও মানিকচক থানার পুলিশ ধৃত ২৫ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজন মনে করে নি. তাই পুলিশের পক্ষ থেকে কোনো আবেদন করা হয় নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভে পুলিশ-জনতার সংঘর্ষে তুলকালাম বেধে গিয়েছিল মালদার মানিকচকে. মানিকচকের এনায়েতপুরে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার সহ চারজন পুলিশ কর্মী জখম হন। আইসির মাথা ফাটে বিক্ষোভকারীদের ইটের আঘাতে। উত্তেজিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ এবং কাঁদানেগ্যাসের সেল ফাটায় পুলিশ। পুলিশ গুলি চালায় বলেও অভিযোগ ওঠে। গুলিতে আহত হয় দুই গ্রামবাসী। এরপরে সারারাত তল্লাশি চালিয়ে পুলিশ ২৫ জনকে গ্রেফতার করে।