
জলপাইগুড়ি, উজ্জ্বল হোড় :ভোরের আলোয় পর্যটকদের আকর্ষিত করতে নির্মিত করা হচ্ছে ঝুলন্ত সেতু ।গজলডোবায় সেই নতুন ঝুলন্ত সেতু উদ্বোধন হওয়ার মুখে। কিন্তু যাদের জমির ওপর সেটি তৈরি হয়েছে তাঁরা এখনও উপযুক্ত ক্ষতিপূরণ পেলেন না। সরকারের দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষতিপূরণ না পাওয়ায় সোমবার নতুন সেতুর সামনে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সদস্যেরা।সূত্র মারফত জানা গেছে কদিন বাদেই উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর আগে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন ক্ষতিগ্রস্ত জমিদাতারা।জমিদাতাদের মধ্যে পলাশ সন্ন্যাসী, নির্মল সমাদ্দার, রবিশংকর চট্টোপাধ্যায় বলেন, পাঁচ বছর আগে ব্রিজ তৈরি করার জন্য বসত জমি নিয়ে ক্ষতিপূরণ দেওয়ার যে চুক্তি পর্যটন দপ্তর করেছিল সেই অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। পরিবারগুলিকে পাট্টা সহ সমপরিমাণ জমি, একটি মন্দির এবং ঘর তৈরি করার জন্য প্রতিটি পরিবারকে দেড় লক্ষ টাকা দেওয়া হবে বলে চুক্তি হয়েছিল। ঘর করার জন্য জমি দিলেও টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি বলে দাবি। সেই সঙ্গে উপযুক্তদের চাকরি এবং অনুপযুক্তদের দোকান ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও হয়নি। প্রতিশ্রুতিমতো ক্ষতিপূরণ পাওয়ার জন্য বার বার প্রশাসনের কাছে অনুরোধ করা হলেও সুরাহা হয়নি।
এদিকে ব্রিজ তৈরি হয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতুটির উদ্বোধন করবেন বলে শোনা যাচ্ছে। তাই তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।