
ওঙ্কার ডেস্ক: লন্ডনে একঝাঁক শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার লন্ডনে শিল্প বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শিল্পের যে অগ্রগতি হয়েছে তা তুলে ধরেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
লন্ডনে ভারতীয় হাই কমিশনার বিক্রম ডোরাই এর পাশে বসে মুখ্যমন্ত্রীও বাংলার উন্নয়নের কথা তুলে ধরেন। কেন বাংলা এখন বিনিয়োগের আদর্শ জায়গা সে বিষয়ে বিস্তারিত তথ্য পরিসংখ্যান পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ব্রিটিশ এয়ারওয়েজকে কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুর অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এমনকি যারা প্রথমে আসবেন তাদের জ্বালানিতে ছাড় দেওয়ার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরকারী বাংলার প্রথম সারির শিল্পপতিরাও বৈঠকে জানান, বাংলা এখন বিনিয়োগের আদর্শ জায়গা।
সূত্রের খবর, বাংলার ফুটবল খেলাকে আরও উন্নত করতে মঙ্গলবার লন্ডনে টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের মউ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী যৌথ উদ্যোগে বাংলায় একটি ফুটবল স্কুল তৈরি হবে। এর ফলে রাজ্যের ফুটবলের মানোন্নয়ন হবে। এদিনের শিল্প বৈঠকে ব্যাঙ্কিং, অর্থনৈতিক সংস্থা, টেকনোলজি সংস্থা, কনসাল্টিং, এনার্জি, ম্যানুফ্যাকচারিং, রিটেল, শিক্ষা সংস্থা-সহ একাধিক নামীদামি সংস্থার প্রতিনিধি যোগ দিয়েছিলেন। এছাড়াও বিটি, ভিসুভিয়াস, গ্লোবাল ইনফ্রা, জিইডি ইউ, আইএজি ইন্টারন্যাশনাল এয়ারলাইন গ্রুপ-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থার প্রতিনিধিরাও ছিলেন।