
ওঙ্কার ডেস্ক:ইন্ডিয়া জোটে তৃনমূল – কংগ্রেসের বোঝাপড়া না হওয়ার জন্য এবার সরাসরি কংগ্রেসকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।বুধবার একদা কংগ্রেসের গড় হিসাবে পরিচিত মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা বলেন আমি কংগ্রেসকে দুটি আসন দিতে চেয়েছিলাম কিন্তু ওদের ৪২ টি আসনই চাই,তাই জোট সম্ভব হলনা।উল্লেখ্য বাংলা জুড়ে কংগ্রেসের অস্তিত্ব ক্রমশ তলানিতে পৌঁছালেও , মালদা এবং মুর্শিদাবাদে এখনও বেশ কিছুটা শক্তি অবশিষ্ট রয়েছে ভারতের প্রাচীন এই দলটির।এমত অবস্থায় মমতার এই মন্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে