
পার্থ পাল,হাওড়া:বাংলায় ” ইন্ডিয়া ” সঙ্গে জোট নয়।,তৃনমূল একাই লড়াই করবে।দলীয় কর্মসূচিতে বর্ধমান যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।পাশপাশি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বুধবার বাংলায় ন্যায় যাত্রা করবেন রাহুল গান্ধী, সে বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি,সহযোগিতার কোন বাতাবরণ তৈরি করা কংগ্রেসের পক্ষ থেকে ।তাই বাংলায় তৃনমূল একাই লড়াই করবে।তবে পশ্চিমবঙ্গে জোট না হলেও বাংলার বাইরে তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবেন কিনা সে বিষয়ে কিছু বলেন নি