
স্পোর্টস ডেস্ক : সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। সোমবার বিকালে দল আসবে ক্লাবে। সেখানে হবে সেলিব্রেশন। তবে উত্তরবঙ্গ সফর থাকায় এর মধ্যে তিনি ক্লাবে আসতে পারবেন না। সেই কারণে ভুবনেশ্বরে ফোন করে লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারকে শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা। মমতার শুভেচ্ছা খুশি লাল হলুদ ক্লাব।প্রসঙ্গত আইএসএল খেলার জন্য মোহনবাগান ইনভেস্টর পেলেও ইস্টবেঙ্গল যখন পায়নি মমতা শ্রীসিমেন্টকে আনেন। এরপর শ্রী সিমেন্ট কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের বনিবানা হয়নি ফলে বাঙ্গুর গোষ্ঠী ক্লাব ছাড়েন। এরপর ইমামিকে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের ইনভেস্টর করার ব্যবস্থা করে দেন।রবিবার উত্তেজনায় ঠাসা ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যাওয়া সত্ত্বেও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ওড়িশা। পরপর দু’টি গোল খায় তারা। উত্তেজনার পারদ এতটাই উঁচুতে ওঠে যে, দ্বিতীয়ার্ধে ওডিশার দলের দীর্ঘদেহী ডিফেন্ডার মুর্তাদা ফলকে লাল কার্ড দেখে বাইরে বেরিয়ে যেতে হয়।
নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা (বাড়তি সময় সহ) দশ জনে খেলে ওড়িশা। তা সত্ত্বেও নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে করা গোলে সমতা আনে তারা। হাতের মুঠোয় আসা জয় পিছলে গেলেও অতিরিক্ত সময়ে তা আবার হাতের মুঠোয় নিয়ে আসে লাল-হলুদ বাহিনী।