
শেখ এরশাদ, নিজিস্ব প্রতিনিধিঃ রাজ্যের একাধিক জায়গায় NIA তল্লাশি। মাওবাদী সংক্রান্ত মামলার তদন্তের জন্য কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় NIA অভিযান চালানো হয়। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় এই ছবি ধরা পড়ে। এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তে NIA এর অভিযান। কলকাতা সহ বেশ কিছু অঞ্চলে এনআইএ তল্লাশি চালায়। আসানসোল,পানিহাটির পর এবার মহেশতলা। ইতিমধ্যেই রাজ্যের ৭ টি জায়গায় NIA হানা দিয়েছে। মূলত মাওবাদী সংগঠনের সাথে যুক্ত সন্দেহে এই অভিযান । এমনটাই জানা গিয়েছে সূত্রের খবর অনুযায়ী। মঙ্গলবার মহেশতলার কালীতলা আশুতি থানায় এলাকার নস্কর পাড়ায় সকাল থেকেই চলছে তল্লাশি। সাত সকালে NIA আধিকারিকরা আসে। তখন থেকেই চলছে এই অভিযান। বাসু নস্কর নামে এক ব্যক্তির বাড়িতে এই তল্লাশি চালাচ্ছে NIA আধিকারিকরা। পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকেই নজর এখন।