
উজ্জল হোড়, জলপাইগুড়ি ঃ বন ছেড়ে চা বাগানে লেপার্ডের দেখা। শনিবার, মেটেলি ব্লকের চিলোনি চা বাগানের ১০ নম্বর সেকশনে চিতাবাঘের একটি শাবক দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন চা শ্রমিকরা। শাবকটিকে দেখতে ভিড় জমলেও, বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সকলকে সতর্ক করেছেন এই এলাকা থেকে দূরে থাকতে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাবকটির মা চিতাবাঘও এই এলাকায় লুকিয়ে থাকতে পারে। খুনিয়া স্কোয়াডের কর্মকর্তারা জানিয়েছেন, শাবকটিকে নিতে যেকোনো সময় মা চিতাবাঘ আসতে পারে। তাই এই এলাকায় কাউকে একা প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
বনদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শাবকটিকে নিরাপদে স্থানে সরিয়ে রেখেছেন , যাতে মা চিতাবাঘের সাথে তার পুনর্মিলন ঘটানো যায়।