
স্পোর্টস ডেস্ক :মরসুমের প্রথম কলকাতা ডার্বির ভবিষ্যত ঘিরে অনিশ্চয়তা। আইএফএ অফিসে ম্যানেজার্স মিটিং এ অনুপস্থিত মোহনবাগান। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের টিম ম্যানেজার অরিত্র দত্ত। উপস্থিত ছিলেন ম্যাচ কমিশনার অরিন্দম ভট্টাচার্য ও রেফারি সুব্রত দাস। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মোহনবাগান না আসায়, বৈঠক অসম্পূর্ণ থেকে যায়। মোহনবাগানের তরফে বৈঠকে না আসার কারণ জানান হয় নি আইএফএ-কে। ফলে ডার্বিতে মোহনবাগান খেলবে কিনা তাও অজানা বঙ্গ ফুটবল সংস্থার।