
স্পোর্টস ডেস্ক :টানা ৩ ম্যাচে জয়ের পরে ওড়িশার কাছে গোলশুন্য ড্র করে ফেলল মোহনবাগান। ফলে লিগের ১ নম্বরে যাওয়া হল না টিম বাগানের।ম্যাচের শুরুতেই ৫ মিনিটে গোলের সুযোগ পায় মোহনবাগান।সাদিকু প্রায় গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন। এবং তিনি একটি শট নেন। তবে মোর্তাদা ফল দুর্দান্ত একটি ব্লক তৈরি করে সাদিকুর প্রচেষ্টা ভেস্তে দেন।১৬ মিনিটে ইসক রালতের একটি শট প্রায় গোলে ঢুকে যাচ্ছিল। কিন্তু ভালো সেভ করেন বিশাল কাইথ। ২৪ মিনিটে সাদিকু আবার একটি বড় সুযোগ নষ্ট করেন । তিনি গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি। অনেক বেশি সময় নিয়ে নেন সাদিকু। ফলে ওড়িশার ডিফেন্ডাররা তাঁর কাছাকাছি এসে পড়ায়, তাড়াহুড়ো করে মারতে গিয়ে ক্রস-বারের উপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন সাদিকু। প্রথমার্ধে আর গোলের সুযোগ তৈরী হয়নি। এরপর ৬৩ রয় কৃষ্ণ গোলের সুযোগ মিস করেন।বাগানের থেকে বস ছিনিয়ে নিয়ে ডান ফ্ল্যাঙ্ক দিয়ে সোজা পাল্টা আক্রমণে উঠতে শুরু করেন। তিনি মোহনবাগানের দুই ডিফেন্ডারকে ড্রিবল করে গোলের কাছে পৌঁছে যান। গোলকিপার বিশাল কাইথও নিজের সঠিক পজিশনে ছিলেন না। দুর্ভাগ্যবশত বলটি ঠিল পোস্টের পাস দিয়ে বাইরে চলে যায়।৮৮ মিনিটে আবার সুযোগ মিস হয় ওড়িশার। রয় কৃষ্ণ ফের চেষ্টা করেছিলেন। ডান উইংয়ে দিয়ে তিনি আক্রমণে উঠেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুভাশিস দৌড়ে এসে বলটি ক্লিয়ার করে দেন।৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও কোনো লাভ হল না। লিগ টেবিলে ১ নম্বরেই রইল ওড়িশা ৩ নম্বরে মোহনবাগান।