
স্পোর্টস ডেস্ক :—————-রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএলের দ্বিতীয় লেগের সেমিফাইনালে নামবে মোহনবাগান। প্রথম লেগে হারায় এই ম্যাচ ২ গোলে জিততে হবেই। ১ গোলে জিতলে ট্রাইবেকার হবে। এই অবস্থায় নামার আগে বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস বেশ আত্মবিশ্বাসী। তিনি বললেন,প্রথম লেগে ভুবনেশ্বরেও সে দিন খুব গরম আর আর্দ্রতা ছিল। অতিরিক্ত সময়ে ম্যাচটা যাওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছি না। ৯০ মিনিটেই ম্যাচটা জিততে হবে আমাদের। এই আবহাওয়ায় আরও ৩০ মিনিট খেলতে চাই না আমরা।
অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাস ছাড়া এরকম কঠিন ম্যাচ জেতা যায় না। গত ম্যাচে হারার পর এই ম্যাচে জয় ছাড়া ফাইনালে পৌঁছনোর কোনও উপায় নেই। তাই আমাদের কাছে আপাতত এটাই ফাইনাল, সেমিফাইনাল নয়। লিগ জয়ের পর গত ম্যাচে খেলোয়াড়রা পুরো একশো শতাংশ দিতে পারেনি। মানসিক ভাবে তারা কিছুটা পিছিয়ে গিয়েছিল। এই ম্যাচে আমাদের একশো শতাংশ দিতেই হবে। তবে ফুটবলাররা যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয় সেদিকে নজর রাখতে হচ্ছে। লিগ শিল্ড জেতার পর আত্মতুষ্টি চলে আসা স্বাভাবিক। যার খেসারত আমাদের দিতে হয়েছে। তবে তার পুনরাবৃত্তি হবে না।’ওড়িশা কোচ সার্জিও লোবেরার প্রশংসা করে তিনি জানালেন,’লোবেরা অবশ্যই বড়ো কোচ। তবে চাইবো এবার না ট্রফি অন্যবার জিতুক।’