
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:শনিবার সকালে মুড়িগঙ্গা নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ১০০ কেজি ওজনের একটি শঙ্কর মাছ। বিশাল আকৃতির সেই মাছটিকে দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য উৎসাহী মানুষ।উল্লেখ্য
দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের কোস্টাল থানার অন্তর্গত আট নম্বর দাসপাড়া এলাকার মৎস্যজীবীর জালে পরপর তিন দিন ধরা পড়লো তিনটি বিশালাকায় তিনটি শংকর মাছ। গত বৃহস্পতিবার ওই মৎস্যজীবী দের জালে ২১ কেজির একটি শংকর মাছ উঠেছিলো ।এরপর শুক্রবার প্রায় 30 কেজি ওজনের শংকর মাছ ধরা পড়ে। এরপর শনিবার এক মৎস্যজীবির জালে প্রায় এক কুইন্টাল ওজনের একটি শংকর মাছ ওঠে। যা দেখে চক্ষু চড়কগাছ এলাকার বাসিন্দাদের।
এরপরেই মাছটিকে দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ।
জানা গেছে শনিবার সকালে মুড়িগঙ্গা নদীতে সুধাংশু পুরকায়েত নামে এক মৎস্যজীবী তার পরিবারের সঙ্গে মাছ ধরতে গেছিলেন । বিকালে ওই মৎস্যজীবীর জলে হঠাৎই একটি শংকর মাঝে ঢুকে পড়ে। পরে ডাঙায় জালটাকে নিয়ে এসে মাছটিকে বের করা হয়,ওজন করে জানা যায় মাছটির ওজন ১০০ কেজি। ওই মৎস্যজীবী জানিয়েছেন , পরপর তিনদিন তিনটি শংকর মাছ মুড়িগঙ্গা নদী থেকে পেয়েছেন তিনি।
ওই মৎস্যজীবী আরও জানিয়েছেন নিশ্চিন্তপুর মৎস মার্কেটে ওই বৃহদাকার মাছ টিকে বিক্রয় করা হবে।