
ওঙ্কার ডেস্ক: বামশাসিত কেরলে এক বিধায়ককে শিবিরে টানল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে বাম সমর্থিত নির্দল বিধায়ক পিভি আনোয়ার। মুকুল রায় কেরলে তৃণমূলের শক্তিবৃদ্ধির চেষ্টা করে ব্যর্থ হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল। প্রসঙ্গত, ২০২৫ সালের শুরুতে বামশাসিত কেরলের এক বিধায়ক যোগ দিলেন বাংলার শাসকদল তৃণমূলে।
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, পিভি আনোয়ার বামেদের সমর্থনে নির্দল হিসেবে নিলাম্বুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুলের উত্তরীয় গলায় পরেছেন।
২০১৬ সালে বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে জিতে প্রথম বিধায়ক হন পিভি আনোয়ার। ২০২১ সালে ফের বিধায়ক হন। বেশ কিছুদিন ধরে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে সবর হতে দেখা যায় তাঁকে। প্রবীণ সিপিএম নেতা বিজয়নের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন। শেষমেশ কেরল সিপিএম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আনোয়ারের সঙ্গে কোনও সম্পর্ক নেই সিপিএমের। কয়েকদিন ধরে ‘রাজনৈতিক আশ্রয়’ খোঁজার চেষ্টা চালাচ্ছিলেন আনোয়ার। ডিএমকে, কংগ্রেস, মুসলিম লিগে যোগদানের চেষ্টা করেছিলেন তিনি। এরপর তৃণমূল কংগ্রেস যোগদান করেন তিনি।