
অরূপ পোদ্দার,শিলিগুড়ি:
আরজি করের পর এবার আবারো প্রশ্ন তুলে দিল শিলিগুড়ি। এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আবারো উঠলো একাধিক প্রশ্ন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতার নাম অর্চনা থাপা।কার্সিয়াং-র বাসিন্দা অর্চনা শিলিগুড়িতে একটি নার্সিংহোমে কাজ করতেন। মিলনপল্লী এলাকায় একটি হোস্টেলে থাকতেন অন্যান্য সহকর্মীদের সঙ্গে। সেই হোস্টেল থেকেই এদিন সন্ধ্যায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার পরই মৃতদেহ উদ্ধারে গিয়ে বিপাকে পড়তে হয় সহকর্মী সহ পুলিশকে৷ স্থানীয়রা রীতিমতো বিক্ষোভে শামিল হন। তারা প্রশ্ন তুলেছেন এই ঘটনা স্বাভাবিক হতে পারে না সন্দেহজনক সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে,স্থানীয় কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান যতন সাহার কথায়, একটি বাড়িতে কিভাবে হোস্টেল গড়ে উঠেছে তা জানা নেই৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে একাধিক।এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্ন নিছক আত্মহত্যা নাকি খুন! উত্তর খুঁজছে পুলিশ। আপাতত অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের।