
ওঙ্কার ডেস্ক:
মঙ্গলবার সাত সকালে কলকাতা ও বিভিন্ন জেলায় অভিযান এনআইএ এর । মাওবাদী সংক্রান্ত মামলার তদন্তে এই অভিযান বলে খবর।এদিন সকালে পানিহাটির পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা দেয় এন আই এ। শিপ্রা চক্রবর্তী ও তাঁর স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, দাবি এনআইএ-র।
। এদিন সকালে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে মঙ্গলবার ভোরে পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায়। ।গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মানবেশ সরকার মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তারা পানিহাটির পল্লীশ্রী এলাকায় এই বাড়িতেই থাকেন।
এদিন প্রথমে ডাকাডাকি করে বাড়ির গেট না খোলায় গেট টপকে বাড়ির ভেতর ঢোকে এনআইএর আধিকারিকেরা।