
বিক্রমাদিত্য বিশ্বাস,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। রবিবার রাত দেড়টা নাগাদ একটি বালি বোঝাই লরি চলে আসে রেললাইনে। এবং ওই লরির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে যায় ,ট্রেনটি।যদিও চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনার পর থেকেই ওই রুটে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে বলে খবর। তবে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হতে এখনও বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে রেলের তরফে।