
বিক্রমাদিত্য বিশ্বাস, রায়গঞ্জ : সারা রাত ধরে ধর্নায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী অতিথি অধ্যাপক, চুক্তিভিত্তিক অধ্যাপক এবং পার্ট টাইমার অধ্যাপকদের একছাতার তলায় এনে স্যাট গঠন করার কথা। ২০২০ সালে ৩৭ দিন ধরে অধ্যাপকেরা অবস্থান বিক্ষোভ প্রদর্শন করার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ৩০ দিনের মধ্যে তাদের সেই দাবি মেনে নেবে বললেও, পার্ট টাইমার এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের সুবিধাগুলো প্রদান করলেও অতিথি অধ্যাপকদের ২৫ জন সেই সুবিধা আজও পাননি। তাই তারা বাধ্য হয়েই শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকেরাও তাদের এই দাবিকে সমর্থন জানিয়েছেন। কবে তাদের দাবি মানা হবে, তারই অপেক্ষায় অতিথি অধ্যাপকেরা।