
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার একদিনের মাথায় চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে সরিয়েছে স্বাস্থ্য ভবন. বর্ধমান মেডিক্যাল থেকে তাকে সরিয়ে আনা হয়েছে কাকদ্বীপ হাসপাতালে. কিন্তু, কাকদ্বীপেও বিক্ষোভের মুখে সন্দীপ – ঘনিষ্ঠ এই ডাক্তার. তাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয়, চলে বিক্ষোভ।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডা: বিরুপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে বদলি করা হয়. তার প্রতিবাদে এবার সরব হলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের নাগরিক সমাজ। বুধবার দুপুরে কাকদ্বীপ হাসপাতালের সামনে প্লাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বাম কর্মী সমর্থকেরা।
আরজিকর কান্ডের বিচার চেয়ে মাইকে বাম কর্মী সমর্থকদের স্লোগান দিতে দেখা যায় এদিন। বিক্ষোভকারীদের দাবি, বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কেন স্বাস্থ্য দপ্তর কোন ব্যবস্থা না নিয়ে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে বদলি করলো ? আরজি কর হাসপাতালের দুর্নীতি, চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার তথ্য প্রমাণ লোপাটকারি বিরুপাক্ষ বিশ্বাসের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত এই হাসপাতালে যোগ দিতে দেবো না। যদি তিনি যোগ দিতে আসেন আমরা সমাজের সমস্ত স্তরের মানুষ আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।’