
স্পোর্টস ডেস্ক :—-আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ৫০টি ওডিআই শতরান হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। সেই সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনালে শতরান করার নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একাধিপত্যে থাবাও বসালেন তিনি।সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের রেকর্ড স্পর্শের দিকেও আরও একধাপ এগিয়ে গেলেন বিরাট। সচিন ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ৭৮২টি ইনিংসে ১০০টি শতরান করেছেন। বিরাট কোহলি ৫১৭ ম্যাচে ৫৭৩তম ইনিংসে পেলেন আন্তর্জাতিক ক্রিকেটের ৮০তম শতরানটি। টেস্টে ২৯টি, ওডিআইয়ে ৫০টি ও টি ২০ আন্তর্জাতিকে ১টি শতরান আছে কোহলির।
চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট এদিন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ২০ বছর আগের এক কীর্তিও স্পর্শ করলেন। ২০০৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে কেনিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক দূরের কথা, সৌরভের আগে ও পরে এতদিন অবধি ভারতের কেউ বিশ্বকাপ সেমিফাইনালে শতরান পাননি।একদিনের ক্রিকেটে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি। শিখরে বিরাট। মাইলস্টোনে পৌঁছনো মাত্র হাঁটু মুড়ে বসে পড়েন। তারপর হেলমেট খুলে গ্যালারির দিকে দু”হাত তুলে অভিবাদন গ্রহণ। শেষে বাও ডাউন। গ্যালারি থেকে কোহলির উদ্দেশে ফ্লায়িং কিস ছুড়ে দেন অনুষ্কা শর্মা। শচীনের ভিটেতেই ক্রিকেট ঈশ্বরকে ছাপিয়ে গেলেন কোহলি। ১০৬ বলে শতরানে পৌঁছে যান আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। ইনিংসে রয়েছে ১টি ছয়, ৮টি চার। উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় শচীনকে.বিরাটের একশো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল ওয়াংখেড়ের তারকাখচিত গ্যালারি। কে নেই! অনুষ্কা শর্মা তো বটেই, ছিলেন রণবীর কাপুর, টাইগার শ্রফ, আথিয়া শেঠি, আহান শেঠিরা। গোটা ওয়াংখেড়েতে গর্জে ওঠে বিরাটের নামে জয়ধ্বনি।