Skip to content
মে 15, 2025
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • অপারেশন সিঁদুর
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চলে গেলেন’রাষ্ট্রের চোখে বিপদজনক’জি এন সাইবাবা

চলে গেলেন’রাষ্ট্রের চোখে বিপদজনক’জি এন সাইবাবা

Online Desk অক্টোবর 12, 2024
gn-saibaba.png

ইন্দ্রানী চক্রবর্তী:গোকারাকোন্ডা নাগা সাইবাবা, সংক্ষেপে জিএন সাইবাবা, একজন বিদগ্ধ মানবাধিকার কর্মী ও প্রাক্তন অধ্যাপক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দেশের গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের কল্যানে পরিচিত মাওবাদী হিসেবে।
৮০ শতাংশ পক্ষাঘাতগ্রস্ত এই মানবাধিকার কর্মীর জন্ম ১৯৬৭ সালে অন্ধ্রের পূর্ব গোদাবরীর এক দরিদ্র কৃষক পরিবারে। শিশুকালেই পোলিও আক্রান্ত হয়ে পক্ষাঘাত আসে শরীরে। হুইলচেয়ারে চলাফেরা পাঁচ বছর বয়স থেকেই।
অমলাপুরমের শ্রী কোনাসিমা ভানোজি রামার্স কলেজে অধ্যয়ন করার পরে, তিনি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জন করেন। স্নাতক স্তরে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেন তিনি। ২০১৩ সালে, তিনি তার পিএইচডি গবেষণাপত্র সম্পন্ন করেন যা দিল্লি বিশ্ববিদ্যালয় দ্বারা পুরস্কৃত হয়। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত রাম লাল আনন্দ কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেন বেশ কয়েকবছর। তারপর ২০১৭ সালে মাওবাদী সংযোগের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হলে ২০২১ সালে চাকরি থেকে অপসারণ করা হয় তাঁকে। যদিও গত বছরই এই মামলা থেকে বেকসুর খালাস হয়েছেন তিনি।
দারিদ্র্য, শ্রেণী অবস্থান এবং অন্ধ্রে বেড়ে ওঠা তাকে এগিয়ে দেয় বাম রাজনীতির দিকে। ২০০৪ সালে ‘মুম্বই প্রতিরোধ’-এ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন তিনি। ওই একই সময় ইন্টারন্যাশনাল লীগ অফ পিপলস স্ট্রাগল ( আইএলপিএস )-এর অংশ হয়ে ওঠেন। ২০০৫ সালে যোগদান করেন ‘বিপ্লবী গণতান্ত্রিক ফ্রন্ট’ (আরডিএফ)-এ।
২০০৯ সালে, অপারেশন গ্রিন হান্টের বিরুদ্ধে প্রচারে হয়ে ওঠেন একটি বিশিষ্ট কণ্ঠস্বর। ২০১৪ সালের মে মাসে মাওবাদী যোগসূত্রের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৫ সালের জুন মাসে বোম্বে হাইকোর্টের নির্দেশে চিকিৎসার ভিত্তিতে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছিল এবং জুলাই মাসে তাঁকে মুক্তি দেওয়া হয়। ডিসেম্বরে আবার জেলে ফেরেন তিনি। পরে সুপ্রিম কোর্টে জামিন দেওয়ার পর ২০১৬ সালের এপ্রিলে আবার মুক্তি পায়।
নিষিদ্ধ ঘোষিত রেভল্যুশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট (আরডিএফ) এর ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)র সাথে সংযোগের অভিযোগে ইউএপিএর ১৩, ১৮, ২০, ৩৮ এবং ৩৯ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় তাকে ২০১৭ সালের মার্চ মাসে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাইবাবা এই অভিযোগ বরাবর অস্বীকার করেছেন যে আরডিএফ সিপিআই-মাওবাদীর ফ্রন্ট ছিল।
২০২০ সালের ৩০শে এপ্রিল জাতিসংঘের ওএইচসিএইচআর-এর বিশেষজ্ঞদের একটি প্যানেল ভারত সরকারের প্রতি অবিলম্বে জিএন সাইবাবাকে তার স্বাস্থ্যের ‘গুরুতর অবনতি’-র কারণে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানায়। ২০২০ সালের ২৮শে জুলাই বোম্বে হাইকোর্ট সাইবাবার জন্য ৪৬ দিনের মেডিকেল জামিনের আবেদন প্রত্যাখ্যান করে। তাঁকে তার ৭৪ বছর বয়সী মায়ের সাথে দেখা করার অনুমতিও প্রত্যাখ্যান করা হয়েছিল। তাঁর মা ক্যান্সারে মারা যান এবং তার মৃত্যুর পরেও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি পাননি তিনি।

২০২১ সালের এপ্রিলে, তাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাম লাল আনন্দ কলেজ থেকে বরখাস্ত করা হয়েছিল। ২০২১ সালের জুলাই থেকে তাঁর অধ্যাপক পদ শেষ হয়ে।

২০২২ সালের অক্টোবরে, সাইবাবা এবং অন্য পাঁচজনকে বোম্বে হাইকোর্টের একটি বেঞ্চ বেকসুর খালাস করে। এই বেঞ্চ ২০১৭ সালে তাদের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বাতিল করেছিল। বেঞ্চ সিদ্ধান্তে পৌঁছেছিল যে দায়রা আদালতের সামনে বিচারকার্য বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA) এর অধীনে বৈধ অনুমোদনের অনুপস্থিতিতে “অকার্যকর” ছিল। পাঁচ অভিযুক্তকে অব্যাহতি দিয়ে, বিচারপতি দেও পর্যবেক্ষণ রেখেছিলেন যে আইনের যথাযথ প্রক্রিয়া “জাতীয় নিরাপত্তার জন্য অনুভূত বিপদ” এর ভিত্তিতে বলি দেওয়া যায় না।

তার কয়েকদিন পর ভারতের সুপ্রিম কোর্ট তার মুক্তি স্থগিত করে। বিচারপতি বেলা ত্রিবেদী (যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির আমলে গুজরাট রাজ্যের আইন সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন) এবং বিচারপতি এমআর শাহের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ, আবেদনের শুনানি করতে সম্মত হয়েছিল এবং হাইকোর্টের খালাস স্থগিত করেছিল। সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশের ত্রুটি খুঁজে পায় বলে উল্লেখ করে এবং পর্যবেক্ষণ করেছে যে হাইকোর্ট তার বিরুদ্ধে অপরাধমূলক উপাদানের পাশাপাশি মামলার যোগ্যতা বিবেচনা করেনি।

এরপর ২০২৪ সালের মার্চ মাসে, বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ আবারও জিএন সাইবাবা এবং অন্য ৫ অভিযুক্তকে (যাদের মধ্যে একজন কারাবাসের সময় সোয়াইন ফ্লুতে মারা গিয়েছিলেন) বিচারের সময় ‘ভয়াবহ’ প্রমাণ এবং প্রযুক্তিগত নিয়মিততার অভাব উল্লেখ করে বেকসুর খালাস করে ট্রায়াল কোর্টের রায়কে “ন্যায়বিচারের ব্যর্থতা” বলে অভিহিত করে। রাষ্ট্রের কৌঁসুলি, ২০২২ সালের কার্যধারার একটি প্রতিলিপিতে, হাইকোর্টের নতুন আদেশ স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে আরেকটি আবেদন দাখিল করেন৷ মজার ব্যাপার, হাইকোর্টের আদেশ প্রকাশের আগেই সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করা হয়েছিল, ঠিক যেমনটি ২০২২ সালেও করা হয়েছিল।

দশ বছরের কারাবাসের সময়, সাঁইবাবা জেল কর্তৃপক্ষের দ্বারা নির্মম দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ করেছিলেন। তার স্থায়ী পোলিও-প্যারালাইসিস হয়েছিল, জেল কর্তৃপক্ষ এমনকি তার ওষুধ দিতে অস্বীকার করেছিল বলে সাইবাবা মুক্তির পরে মিডিয়াকে বলেছিলেন। মুক্তির পর জেলে থাকাকালীন তাঁর বেঁচে থাকাকে ‘মিরাকেল’ বলে উল্লেখ করেছিলেন তিনি। পুনরায় কোনও রায় আসার আগেই ৫৮ বছর বয়সী এই মানবাধিকার কর্মী মুক্তির সাত মাসের মাথায় হায়দরাবাদের নিজামস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (এনআইএমএস) হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Post Views: 56

Continue Reading

Previous: সাংবাদিকদের সামনে ডাক্তারদের প্রেস বিবৃতি
Next: পিজিতে প্রেসেন্ট পার্টির উপর বহিরাগতদের হামলা। হামলা চালায় কুড়ি জনের একটি দল। ডাক্তার আন্দোলনের মধ্যে বিজেপি হামলায় উত্তেজনা।

সম্পর্কিত গল্প

31-Naxalites-killed.jpg

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে বড়সড় অভিযান, ৩১ জন নকশালকে মারল নিরাপত্তা বাহিনী

Online Desk মে 15, 2025
Kureshi.jpg

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ হাইকোর্টের

Online Desk মে 14, 2025
retetw.jpg

বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আধারকার্ড তৈরির পর্দাফাঁস, চক্রের পাণ্ডা গ্রেফতার মুর্শিদাবাদে

Online Desk মে 14, 2025

You may have missed

FB_IMG_1747243177725-1.jpg

নেক্সট জোন টুর্নামেন্টে মোহনবাগানের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট

Online Desk মে 15, 2025
IMG-20250514-WA0082.jpg

দিল্লিতে মুস্তাফিজুর আর জানেই না বাংলাদেশ

Online Desk মে 15, 2025
31-Naxalites-killed.jpg

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে বড়সড় অভিযান, ৩১ জন নকশালকে মারল নিরাপত্তা বাহিনী

Online Desk মে 15, 2025
Kureshi.jpg

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ হাইকোর্টের

Online Desk মে 14, 2025
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.