
ওঙ্কার ডেস্ক:পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের একটি সমবায় সমিতির নির্বাচনে ব্যাপক ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে। বাধা দিতে গেলে বিরোধীদের মারধোর করারও অভিযোগ উঠেছে।
রবিবার ছিল পশ্চিম মেদিনীপুর অন্তর্গত দাসপুর বিধানসভার সুলতাননগর সমবায় সমিতির নির্বাচন। ভোট শুরু হওয়ার পর বিজেপিও সিপিএম প্রার্থীরা ভোটকেন্দ্রের দিকে যাওয়ার সময় তাদের তৃণমূলের কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ । এরপরেই দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ।কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিন ও কমবাক্ট ফোর্স। এরপরেই পুলিশের সাথে বিতর্ক শুরু হয় বিরোধিদের। এই নির্বাচনে ব্যাপক ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে বলে দাবি করে বিরোধীরা। পুলিশ মদত দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি অবিলম্বে এই ভোট বন্ধ করে, পুনরায় নতুনভাবে ভোট চালু করতে হবে।