
অরিন্দম হরি,বসিরহাট: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার আরও ৩ জন। এই নিয়ে মোট সাতজনকে গ্রেফতার করলো পুলিশ।তবে ইডির উপর হামলার ১১ দিন পরেও অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান।
মঙ্গলবার কাকভোরে উত্তর ২৪ পরগনার কানমারি এবং সরবেড়িয়া এলাকায় তল্লাশি চালিয়ে ইডির উপর হামলায় জড়িত থাকার অভিযোগে আনারুল মোল্লা, হাজিনুর শেখ এবং আজিজুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিনজনকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে।
এই নিয়ে সন্দেশখালি কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। এদিকে হামলার ঘটনার এগারো দিন পরেও প্রধান অভিযুক্ত শাহজাহান শেখ এখনও অধরা।।ঘটনার দিনের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গত ১২ জানুয়ারি সন্দেশখালি কাণ্ডে প্রথম দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের জেরা করে পরে আরও দু’জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা।