
জয়ন্ত সাহা, আসানসোল: সন্দেশ খালি কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার আসানসোলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সিটু সহ একাধিক শ্রমিক সংগঠন।এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম সাংসদ বংশ গোপাল চৌধুরী ও ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
সন্দেশখালির ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামলো সিটু, আইএনটিটিসি সহ বামফ্রন্টের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি। এদিন সকালে আসানসোলের বিএনআর মোড় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি সহ বামফ্রন্টের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি।এই বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম বিধায়ক বংশগোপাল চৌধুরী এবং ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এই মিছিল থেকে মীনাক্ষী দাবি করেন মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদতে গরীব মানুষের জমি,মা বোন দের সম্মান লুঠ করা হচ্ছে।বংশোগোপাল চৌধুরী বলেন সন্দেশখালির ঘটনায় শাহজাহানকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নাটক করছেন। পাশাপাশি তিনি আরো বলেন যে তৃনমূল নেতাদের মদতে আসানসোলে জমি মাফিয়া দুর্গাপুর আসানসোলের জমি লুট করে নিচ্ছে। এদিনের এই বিক্ষোভ মিছিলে বাম কর্মী সমর্থকরা ছাড়াও ,উপস্থিত ছিলেন অসংখ্য সাধারণ মানুষ।