
নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালিতে উল্টো পুরাণ। শুক্রবার বেলা গড়িয়ে বিকেল হতেই বিক্ষোভকারীদের পাল্টা মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগের তীর শাসক দলের নেতা শিবু হাজরার অনুগামীদের বিরুদ্ধে। শুক্রবার ওই শিবু হাজরার বাড়ি, বাগানবাড়ি এবং পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তার পরেই শিবুর সমর্থকেরা পাল্টা মারধর শুরু করেন বলে জানা যাচ্ছে। বিক্ষোভকারী মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে নামানো হয়েছে র্যা ফও। পুলিশ বেশ কয়েক জন বিক্ষোভকারীদের আটক করেছে।