
ব্যুরো রিপোর্ট,ওঙ্কার বাংলাঃ সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালি থেকে ৫২ কিলোমিটার দুরে ভোজেরহাটে তাদের গাড়ি আটকায় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বেধে যায় ধ্বস্তাধ্বস্তি। তারপরই দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্যকে ১৫১ নম্বর ধারায় গ্রেফতার করে পুলিশ।
দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্যকে সন্দেশখালি যাবার পথে ভোজেরহাটের কাছে গ্রেফতার করল পুলিশ। সন্দেশখালি যাওয়ার ৫২ কিলোমিটার আগেই তাদের রাস্তা আটকায় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বেধে যায় ধ্বস্তাধ্বস্তি। তারপরই দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্যকে ১৫১ নম্বর ধারায় আগাম শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি নরসিমা রেড্ডি, প্রাক্তন আইপিএস অফিসার রাজপাল সিং, জাতীয় মানবাধিকার কমিশনের যুগ্ম রেজিস্টার ওপি ব্যাস, সমাজকর্মী ভাবনা বাজাজ, সাংবাদিক সঞ্জীব নায়ক। পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, রাস্তার উপরই বসে পড়েন তাঁরা। তারপরই তাঁদের ১৫১ নম্বর ধারায় গ্রেফতার করে কলকাতা লেদার কমপ্লেক থানায় নিয়ে যায় পুলিশ।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। রায়গঞ্জে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন বিজেপিকে আটকাতে ১৪৪ ধারা রাজনৈতিক ভাবে ব্যবহার করছে তৃণমূল।
দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্যকে সন্দেশখালি যাবার পথে ভোজেরহাটের কাছে গ্রেফতার করায় রাজনৈতিক মহলে আলোড়নের সৃষ্টি হয়েছে।