
অরিন্দম হরি এবং সুকান্ত চট্ট্যোপাধ্যায়,সন্দেশখালিঃ রেশন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে ইডি। অভিযোগ মারধর করা হয় ইডির তদন্তকারীরা দলের সদস্যদের। ভাঙচুর ২৮ টি গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। অভিযোগের তীর তৃণমূল নেতা শেখ শাহজাহান অনুগামীরাদের বিরুদ্ধে।
শুক্রবার ফের রেশন দুর্নীতি মামলায় অভিযানে ইডি। সড়বেরিয়ায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে সাত সকালে পৌঁছে যায় ইডি দল। বাড়ি ভিতর থেকে বন্ধ। ইডি অফিসাররা ডাকে কেউ সাড়া দেয়নি বলে খবর। বাড়ির বাইরে গ্রামবাসীদের বিক্ষোভ। এরা শাহাজাহানের লোক বলে পরিচিত। হটাত করেই তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীরা ইডি-র তদন্তকারীরা দলের ওপর আক্রমন করে। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের।
ইতিমধ্যেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছ তৃণমূলের কর্মীরা। বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ শুরু হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ চলছে। সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শাহজাহান শেখের অনুগামীরাদের বিরুদ্ধে। এই প্রথম কোনও অভিযানে গিয়ে এত বড় বিক্ষোভের মুখে পড়ল ইডি। শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১-এর ব্লক সভাপতি।