
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। বুধবার দুপুরে আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। বুধবার সকাল থেকেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। প্রায় ১০ ঘণ্টা তল্লাশির পর ইডি আধিকারিকেরা গ্রেফতার করেন তাঁকে। আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং দিল্লির বেশ কিছু মদ প্রস্তুতকারক সংস্থাকে ঘুষের মাধ্যমে বেআইনি সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। সঞ্জয় সিংয়ের গ্রেফতারির খবর পেতেই বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মী-সমর্থকেরা। আপ বিধায়ক সোমনাথ ভারতী সংবাদ মাধ্যমকে বলেন দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। ২০২৪ সালে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে হিংস্র হয়ে উঠেছে বিজেপি।