
উজ্জ্বল হোর, জলপাইগুড়ি : রবিবার দীর্ঘ সময় পর মতুয়া সম্প্রদায়ের নিজস্ব বাদ্যযন্ত্র সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী রইলো জলপাইগুড়িবাসী। এদিন জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের এক দিনের বিশেষ সভা, যে সভায় মূল বক্তা ছিলেন মতুয়া মহা সংঘের ঠাকুর, তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
এদিনের এই বিশেষ ধর্মীয় সভায় উপস্থিত মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বেশ কয়েকটি নির্দিষ্ট বিষয়ে অবগত করেন। যার মধ্যে অন্যতম ছিলো সিএএ.
এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, নাগরিকত্ব পাবার ক্ষেত্রে সহযোগিতা করতে শীঘ্রই জলপাইগুড়িতে একটি শিবির খোলা হবে। এছাড়াও তিনি বলেন, যাদের কাছে বাংলাদেশের কাগজপত্র রয়েছে, তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে এই সিটিজেনশিপ সার্টিফিকেট পেতে। এই ক্ষেত্রে ১৯৫৫ সাল থেকে ১৯৮৭ সালের মধ্যে যারা ভারতে এসেছে বা তাদের সন্তানদের জন্ম এই দেশে হয়েছে তাদের কোনো কাগজপত্র জমা দিতে হবে না।