
সুকান্ত চট্টোপাধ্যায়,উত্তর চব্বিশ পরগনা:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলাকালীন ক্লাসরুমে মোবাইল ফোন নিয়ে প্রবেশে বাধা দেওয়াতে দারোয়ানকেই পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো স্কুলেরই ছাত্রদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের দত্তপুকুর থানার ছোট জাগুলিয়া হাই স্কুলে । খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দা ও মৃতের পরিবার, আত্মীয় জনেরা। এর পরেই দোষী ছাত্রদের গ্রেপ্তারের দাবী জানিয়ে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত করতে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।