
প্রশান্ত দাস: মালদা:আই এস এফের সমাবেশের জন্য প্রশাসনের পক্ষ থেকে মাঠ না দেওয়ায় মহকুমা শাসকের গাড়ী আটকে বিক্ষোভ এস এফ আইয়ের।সমাবেশ করার জন্য জায়গা না পাওয়ায় বুধবার রাস্তাতেই মঞ্চ তৈরি করে সভা করছিল এস এফ আই।সেই সভার পাশ দিয়ে মহকুমা শাসকের গাড়ী যাওয়ার সময়,সেই গাড়িকে ঘিরে স্লোগান দিতে থাকেন এস এফ আই কর্মীরা।পুলিশের সঙ্গে বচসা ও হয় বিক্ষোভ কারীদের।অবশেষে গাড়ী ঘুরিয়ে দেওয়া হয় বিক্ষোভ কারীদের।