
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বেহাল রাস্তা, জল নিকাশি ব্যবস্থার দুরবস্থা, ও রুপনারায়ন নদী বাঁধের স্থায়ী সংস্কার সহ সামগ্রিক উন্নয়নের দাবিতে মঙ্গলবার কোলাঘাট বাস ব্রিজ থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রার মাঝে সাংবাদিক বৈঠক করে সিঙ্গুরের কাণ্ড নিয়ে তৃণমূলকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।তিনি বলেন এই ক্ষতিপূরণের টাকা যেন ট্যাক্স পেয়ারের দের কাছ থেকে না দেওয়া হয়, শুধুমাত্র তৃণমূলের পার্টি ফান্ড থেকেই দেওয়া হয়,। তৃণমূলের ফান্ডে এখন ৮০০ কোটি টাকা রয়েছে।, সেই টাকা থেকেই ক্ষতিপূরণ দেওয়া হোক।উল্লেখ্য সিঙ্গুর জমি নিয়ে গঠিত আরবিট্রাল আদালত টাটা মোটরস কে প্রায় ৭৬৫ কোটি টাকা ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে।শুধু তাই নয় ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ওই টাকার উপর ১১ শতাংশ সুদ ও দেওয়ার নির্দেশ দিয়েছে আদলত।