
শুভম কর্মকার,বাঁকুড়া:
সন্দেশখালির শাহজাহানের উত্থানের পেছনে শুধু তৃনমূল নয়,একইভাবে দায়ী বামেরাও।মঙ্গলবার দেগঙ্গার জনসভা থেকে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পাশাপাশি শুভেন্দু বলেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে চাল,গম চুরি করে পাচার করা হতো,আর সাধারণ মানুষকে নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হতো