
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : ফের লোকালয়ে গজরাজের আগমন। সাত সকালে হাতি নজরে আসতেই সেই দৃশ্য মোবাইল বন্দী করতে তৎপর হয়ে ওঠেন এলাকাবাসী। এদিকে লোকালয়ে হাতির ঢোকার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় বৈকুন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। বনদপ্তরের তরফে কড়া নজর রাখা হচ্ছে হাতির গতিবিধির ওপর। বনদপ্তর সূত্র মারফত খবর, শনিবার সাত সকালে ওই হাতিটি বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরপর সেটি ক্রমশ লোকালয়ের দিকে এগোতে থাকে। একসময় ক্যানাল পেড়িয়ে ভোলামোড় এলাকায় পৌঁছে যায়। সেই ছবি ধরা পড়ে ক্যামেরায়। বনকর্মীরা জানিয়েছেন, হাতিটি লোকালয় দাপিয়ে বেড়ালেও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। সন্ধ্যা নামার আগেই হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।