
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : ভোটের আবহেই শিলিগুড়ি শহরে দেখা দিয়েছে পানীয় জলের সংকট. পুরনিগমের সরবরাহ করা পানীয় জল দূষিত, শিলিগুড়ির পুরসভার পক্ষ থেকে এই কথা ঘোষনা করার পর থেকেই পানীয় জলের হাহাকার শহর জুড়ে. এমত পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশুদ্ধ পানীয় জলের দাবিতে এবং মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবিতে পুরনিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় SUCI(C)। SUCI(C)-র কর্মী-সমর্থকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে SUCI(C)-র দার্জিলিং জেলার কমিটির সদস্য জয় লোধ বলেন, ‘গত ১ সপ্তাহ ধরে মহানন্দা নদীর জল খেয়েছেন সাধারণ মানুষ. অনেকেই সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন’. তাঁর প্রশ্ন, ‘কেন জনগণকে অন্ধকারে রেখে এই জল খাওয়ানো হল?’
পাশাপাশি তাঁর দাবি, যাঁরা এই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে পুরসভার তরফে.
একইভাবে মেয়রের পদত্যাগের দাবিতে শুক্রবার দুপুরে বিজেপির পক্ষ থেকে পুরনিগম অভিযান করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলো নেতা অমিত জ্যান।
প্রসঙ্গত, ৬ দফার ভোট শেষ. শনিবার ১ লা জুন রয়েছে অন্তিম দফার নির্বাচন. তার আগে শিলিগুড়িতে এই জল সংকট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা.