
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : ভোটের আবহেই শিলিগুড়ি শহরে দেখা দিয়েছে পানীয় জলের সংকট. এবার এই জল সংকট মেটাতে উদ্যোগী পুরসভা. রাজ্য সরকারের জনস্বার্থ কারিগরি দপ্তরের পক্ষ থেকে ছয়টি মোবাইল ট্রিটমেন্ট প্লান্ট নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই সেই সমস্ত মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে শিলিগুড়ি শহরে জলের পাউচ তৈরি করা হচ্ছে। এ বিষয় মেয়র গৌতম দেব জানিয়েছেন, শনিবার থেকে শিলিগুড়ি শহরে প্রতিদিন প্রায় তিন লক্ষ জলের পাউচ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। এই ছটি মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে যেই জলের পাউচ তৈরি করা হচ্ছে তা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, এই ছটি মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে প্রতি ঘন্টায় ৩৬ হাজার জলের পাউজ তৈরি করা সম্ভব। শনিবার সকাল থেকে একদিকে যেমন শহরের মানুষকে তিন লক্ষ জলের পাউচ দিতে সক্ষম হবে শিলিগুড়ি পুরনিগম তার পাশাপাশি ৭৫টি জলের ট্যাংকের সাহায্যে শিলিগুড়ি প্রতিটি ওয়ার্ডের মানুষের পানীয় জলের সংকট মেটানোর ব্যবস্থা করেছে শিলিগুড়ি পুরনিগম.