
অমিত কুমার দাস, কলকাতা : আরও বিপাকে টলিউড অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী. এবার সোহমকাণ্ডে টেকনো সিটি থানার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রেস্তোরাঁর মালিক.
গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রেস্তোরাঁকাণ্ড. শুটিং করতে গিয়ে গাড়ি রাখাকে কেন্দ্র করে রেস্তেরাঁ মালিকের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক। বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত. মালিককে চড় থাপ্পর মেরে বসেন সোহম. এরপর টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করলেও কোনও পদক্ষেপ নেয় নি পুলিশ বলে অভিযোগ রেস্তোরাঁ মালিকের. এবার টেকনো সিটি থানার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন মালিক. বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন. আগামী শুক্রবার এই মামলার শুনানি.