
বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা : শিশুদের শিক্ষাদানের জন্য এগিয়ে এলেন দক্ষিণ ২৪ পরগনার গৌড়দহ দীননাথ স্মৃতির বিদ্যামন্দিরের কর্ণধার সুব্রত মন্ডল ও সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত বধুক । সমস্ত মানুষের অধিকার আছে জন্মের পর থেকেই শিক্ষালাভের। এখন সেই শিক্ষার অধিকার থেকেই অনেকটাই পিছিয়ে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষেরা। কারুর বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়, কেউবা সুন্দরবনের হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য মৎস্য শিকার করতে যাচ্ছে। তাদের কাছে শিক্ষাটা অনেকটা পিছিয়ে কারণ, পেটে ভাত না থাকলে শিক্ষা কোথা থেকে আসবে। তাদের সন্তানদের পড়াশোনার খরচই বা কে যোগাবে। এই সমস্ত চিন্তা করে শিক্ষা থেকে অনেকটা দূরে, বর্তমান সমাজের পিছিয়ে পড়া মানুষদের সন্তানরা। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে এক টাকার পাঠশালা। সেখানে তারা শিক্ষার সাথে সাথেই শিক্ষা সামগ্রিক বই ,খাতা পেন্সিল, ব্যাগ যাবতীয় পাবে। তা ছাড়াও ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা করার জন্য তাদের কাছ থেকে নেওয়া হবে একটি টাকা। তাদের স্কুল ইউনিফর্ম থেকে তাদের প্রতিদিন টিফিনের ব্যবস্থা করা হবে । তাই রাম, রহিম ও সীতাদের আর শিক্ষা থেকে দূরে থাকতে হবে না। এগিয়ে এলো দীননাথ স্মৃতি বিদ্যামন্দির ।