
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ। এরপর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি দিয়েছিল প্রান্তিক এলাকার দুই ক্যারাটে পাগল ছেলে। তাঁদের অদম্য জেদের কাছে হার মানে আর্থিক অনটনও। আন্তর্জাতিক স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্থি থানার অন্তর্গত ঘোলা নোয়াপারার তৌফিক ইসলাম এবং অসীম ইকবাল। নেপালে আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পাড়ি দিয়েছিলেন তাঁরা৷ ৮- ৯ মার্চে দ্বিতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ অংশগ্রহণ করেছিল ভারত সহ সাতটি দেশ ৷ সেই প্রতিযোগিতাতেই বাংলার মুখ উজ্জ্বল করলেন এস এম অসীম ইকবাল ও তৌফিক ইসলাম সিপাই।
বৃহস্পতিবার সকালে রূপোর পদক নিয়ে তৌফিক এবং অসীম যখন দেউলা স্টেশনে নামেন, পুষ্পস্তবক ও মালা দিয়ে তাঁদের বরণ করে নিলেন পরিবারের সদস্য সহ পাড়া পড়শিরা৷
তৌফিক ইসলাম জানান, নেপালে প্রতিযোগিতায় যাওয়ার আগে আঞ্চলিক প্রধানকে তাঁর আর্থিক দরর্বস্থার কথা জানালে তিনি তেমন গুরুত্ব দেননি। তাঁর মা, মামা, কোচ টাকা জোগাড় করে তাঁকে নেপালে পাঠিয়েছিলেন।পাশাপাশি তৌফিক জানান, অলিম্পিয়াডে খেলার স্বপ্ন দেখেন তিনি। ধাপে ধাপে নিজের স্বপ্নপূরণ করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ তৌফিক। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে আপ্লুত অসীম ইকবালও। তিনি জানান, নেপালে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার এই অভিজ্ঞতা খুবই ভাল। তাঁর কথায়, পড়াশোনার পাশপাশি খেলাধুলোও অত্যন্ত জরুরি।
অক্লান্ত পরিশ্রমে ও প্রবল জেদে রূপোর পদক তো হাসিল করেই নিয়েছেন। এবার তৌফিক এবং অসীমের লক্ষ্য সোনার মেডেল।