
নিজস্ব প্রতিনিধি,টাকি: দশমীর দিনের ভাষানকে নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে হয়ে গেল ফ্ল্যাগ মিটিং। বুধবার বিকালে ইছামতির নদীর মাঝ বরাবর একটি লঞ্চে এই ফ্লাগ মিটিংটি অনুষ্ঠিত হয়। এই ফ্লাগ মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশে উচ্চপদস্থ আধিকারিকরা। টাকির ইছামতি নদীতে কিভাবে দেবী দুর্গার বিসর্জন করা হবে, কি কি নিরাপত্তা অবলম্বন করা হবে সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিনের এই ফ্লাগ মিটিং এ।